বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

ফুলছড়িতে গুলিতে প্রাণ গেল ভূমিহীন কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চর খোলাবাড়িতে খাস ও ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল প্রতিপক্ষের ছোড়া গুলিতে আজাহার আলী (৪৬) নামে এক ভূমিহীন কৃষকের মৃত্যু হয়েছে। এসময় গুলিতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। আজাহার আলী উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে খোলাবাড়ী আদর্শ গুচ্ছগ্রামে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধার ফুলছড়ির খোলাবাড়ী ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকার শেষ সীমানায় ব্রহ্মপুত্র নদের তীরে জেগে ওঠা খাস ও ব্যক্তিমালিকানাধীন জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল। ইসলামপুরের জিগাতলা গ্রামের আবদুস ছাত্তারের সঙ্গে ফুলছড়ির খোলাবাড়ী এলাকার ইউপি সদস্য সাইরুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ছাত্তার লোকজন নিয়ে খোলাবাড়ী আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) হামলা চালায়। এসময় গুচ্ছগ্রামের লোকজন ঘর থেকে বের হলে অতর্কিত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ছাত্তার ও তার লোকজন। এতে আজাহার আলীসহ অন্তত ১১ জন আহত হন। এসময় গুচ্ছগ্রামের লাল মিয়া ও সুকুর আলী নামে দুইজনকে অপহরণ করে নিয়ে যায় ছাত্তারের লোকজন।  আহতদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আজাহার আলীর মৃত্যু হয়। ফুলছড়ি থানার ওসি আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ টহল রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও অপহরণ হওয়া দুই ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ খবর