বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

যে গ্রামে মোমের আলোয় ইফতার-সাহরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরসোনামপুর গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। নদীর ওপারেই আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের অবস্থান অথচ চরের এ গ্রামটি অন্ধাকারচ্ছন্ন। রমজান মাসে মোমবাতি জ্বালিয়ে ইফতার ও সাহরি খেতে হচ্ছে। বিদ্যুৎ সুবিধা না থাকায় নানা সমস্যায় মুখোমুখি হচ্ছে এখানকার শিক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে এভাবে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন চরসোনামপুরবাসী। জানা যায়, প্রায় শত বছর আগে মেঘনার বুকে জেগে উঠে চরটি। আশুগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত এ চরের নামকরণ হয় চরসোনারামপুর। ধীরে ধীরে বাড়তে থাকে বসতি। বর্তমানে গ্রামটিতে কয়েক হাজার মানুষের বাস। এ চরের অধিকাংশ লোক জেলে। মেঘনা নদী ঘিরে তাদের জীবন-জীবিকা। সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও এখনো পৌঁছায়নি বিদ্যুৎ। অথচ গ্রামটিতে বিদ্যুতের টাওয়ার বসিয়ে আশুগঞ্জ কেন্দ্র থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ১৩২ কেভি গ্রিড লাইনের মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চরসোনামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও বিদ্যুতের ব্যবস্থা করা। বছরের পর বছর পেরোলেও সে দাবি পূরণ করেনি কোনো সরকার। ভোট এলেই দেওয়া হয় নানা প্রতিশ্রুতি। চরের মানুষও থাকেন আশায় বুক বেঁধে। দিন, মাস, বছর যায় জনপ্রতিনিধিদের শ্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। চরসোনারামপুরের গৃহবধূ সুরাইয়া বলেন, ‘কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে সোলার প্যানেলে চার্জ হচ্ছে কম। মোমবাতি জ্বালিয়ে ইফতার-সাহরি খেতে হয়। ছেলে-মেয়ে ঠিকমতো লেখাপড়াও করতে পারছে না। চরের বাসিন্দা আনোয়ার বলেন, ‘দেশের অনেক প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ রয়েছে অথচ আমাদের গ্রামে নেই। ডিজিটাল সরকারের সময়ে মোমবাতি-হারিকেন জ্বালিয়ে ইফতার-সাহরি খেতে হচ্ছে।’ বৃদ্ধ সুভাষ চন্দ্র বলেন, ‘আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু আমরাই বিদ্যুত্হীন পড়ে আছি।’ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা বলেন, ‘নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব না হলে চরের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার থেকে বৈজ্ঞানিক উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার জন্য বলেছি।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশুগঞ্জ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার জানান, নদীর মাঝখানে হওয়ায় চরসোনারামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।

সর্বশেষ খবর