শিরোনাম
বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

বিপাকে হঠাৎ ছাঁটাই হওয়া ৫১ কর্মচারী

মেহেরপুর পৌরসভা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়রের বিভিন্ন সৃষ্ট পদে অস্থায়ী নিয়োগ দেওয়া ৫১ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ঈদ সামনে রেখে ছাঁটাই হওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। ৫১ কর্মচারীর মধ্যে একমাত্র নাসিমা খাতুন ছাড়া সবাই টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নাসিমার স্বামী শামীম হোসেনের দাবি তার স্ত্রী চাকরি পেতে মেয়র মোতাছিম বিল্লাহকে ৬০ হাজার টাকা দিয়েছেন। গেস্ট হাউজ দেখাশোনার দায়িত্বে থেকে ছাঁটাই হওয়া গোলাম কিবরিয়া বলেন, ‘১৯৯৬ সালে জমি বিক্রি করে মেয়রকে দেড় লাখ টাকা দিয়েছি। বেতন পেতাম দিন হাজিরা ১৫০ টাকা হিসেবে। যে দুই বিঘা জমি বিক্রি করে চাকরি নিয়েছি এখন সেই জমির দাম ১৫ লাখ টাকা।’ পৌরকর আদায়কারী রবিউল ইসলাম জানান, ২০০২ সালে দেড় লাখ টাকা দিয়ে চাকরি নেন। গত ৮ মে মেহেরপুর পৌর নির্বাচনে বিজয়ী নতুন মেয়র চলতি মাসে তাদের ছাঁটাই করেছেন। এখন কিভাবে ঈদ করবেন সেই চিন্তায় আছেন। চাকুরি হারানো স্বাস্থ্য শাখার মৌসুমী খানের ভাষ্য, ‘চাকরি পেতে ৬০ হাজার টাকা দিয়েছিলাম। আমার নানা, মামা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারপরও চাকরি কেড়ে নেওয়া হয়েছে।’ সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মুঠোফোনে জানান, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা প্রত্যেকে আস্থায়ী নিয়োগপ্রাপ্ত ছিল। চাকরি দেওয়ার নামে এদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। যাদের দিন হাজিরাই ২০০-২৫০ টাকা তাদের কাছ থেকে কত টাকা নেওয়া সম্ভব। তাছড়া চাকরিচ্যুতদের আবার নবনির্বাচিত মেয়র নতুনভাবে নিয়োগ দিচ্ছেন। বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, টাকা নিয়ে সাবেক মেয়র অস্থায়ী ভিত্তিতে অবাঞ্ছিত পদে অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছিলেন। অপ্রয়োজনীয় লোকবল ছাঁটাই করা হয়েছে।

সর্বশেষ খবর