শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

ভাঙন রোধের সংগ্রামে চাপা ঈদের আনন্দ

চরসোনারামপুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদুল ফিতরের আর মাত্র কদিন বাকি। সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত ঠিক তখন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরসোনারামপুর গ্রামের মানুষ ভাঙন রোধে সংগ্রাম করছেন। মাটির বস্তা আর ইট ফেলে ভিটেমাটি রক্ষার প্রাণপণ চেষ্টা করছেন চরের অবহেলিত মানুষগুলো। কয়েকদিনের ভারী বর্ষণের ফলে চরসোনারামপুরে এ ভাঙন শুরু হয়েছে। এতে চরবাসীর ঈদ আনন্দ ফিকে হয়ে আসছে। জানা যায়, আশুগঞ্জে মেঘনার বুকে জেগে উঠা চরসোনারামপুর গ্রামে কয়েক হাজার মানুষের বাস। বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থাসহ নানাভাবে পিছিয়ে থাকা এ গ্রামের মানুষকে লড়াই করতে হয় নদীভাঙনের সঙ্গেও। প্রতিবছর একটু একটু করে মেঘনায় বিলীন হচ্ছে চরসোনারামপুর। গৃহবধূ লাভলী বেগম জানান, ১৭ বছর আগে চরসোনারামপুরের ফারুক মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় যে বিশাল গ্রাম তিনি দেখেছেন তার প্রায় অর্ধেক মেঘনার পেটে চলে গেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে চরে আবারও ভাঙন শুরু হয়েছে। সামনে ঈদ, অথচ আমাদের মনে কোনো আনন্দ নেই। গ্রামের আব্দুর রহমান জানান, নির্বাচন এলে প্রার্থীরা আশ্বাস দেন চরের ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে দিবেন। পরে তাদের আর পাওয়া যায় না। সুরাইয়া বেগম বলেন, ‘ছেলে-মেয়ে নতুন জামা-কাপড় কেনার বায়না ধরেছে। কিন্তু ভাঙনের কারণে আমাদের মনে শান্তি নেই।’ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা বলেন, ‘চরসোনারামপুর গ্রামটি ঝুঁকিপূর্ণ। এটিকে টিকিয়ে রাখা কঠিন। ভাঙনের বিষয়টি পানিসম্পদ মন্ত্রীকে জানিয়েছি। ঈদের পর মন্ত্রী গ্রাম পরিদর্শনে আসবেন। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

সর্বশেষ খবর