শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

রেশন মজুরি পাচ্ছেন না পাঁচ চা-বাগানের শ্রমিকরা

পরিবার নিয়ে কষ্টে কাটছে দিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারুপা, ধামাই, আতিয়াবাগ, শিলঘাট ও পুচি চা-বাগানের শ্রমিকরা সময়মতো মজুরি-রেশন পাচ্ছেন না। ফলে ওই পাঁচ চা-বাগানের ২১৭২ জন স্থায়ী শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ওই চা বাগানের শ্রমিকদের রক্ষার দাবিতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী লিখিত বক্তব্যে বলেন, তিন বছর ধরে মালিকপক্ষ পাঁচটি চা বাগান শ্রমিকদের বিভিন্ন পাওনার চার কোটি ৫৭ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করছেন না। এর মধ্যে গত পাঁচ সপ্তাহ ধরে মজুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ২০ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে শ্রমিকদের রেশন সরবরাহ। তাছাড়া বাগান মালিক কর্তৃপক্ষের কাছে প্রভিডেন্ট ফান্ড অফিসের পাওনা রয়েছে প্রায় এক কোটি ৩২ লাখ টাকা। ইতোমধ্যে ধামাই চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত সাড়ে নয় লাখ টাকা বাগান কর্তৃপক্ষ আত্মসাৎ করেছেন। ভজন কৈরী বলেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ও ইউনিয়নের স্থানীয় বাগান পাঞ্চায়েতদের নিয়ে ইউএনও জুড়ী, উপশ্রম পরিচালক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েকটি সভা হয়েছে। প্রতিটি সভার সিদ্ধান্ত পরবর্তীতে বাগান কর্তৃপক্ষ ভঙ্গ করেছেন। এ বিষয়টি ইতোমধ্যে শ্রম প্রতিমন্ত্রী ও শ্রম সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চা-বাগান মালিক শাফিয়া আসাউদ্দৌলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। উপ শ্রম পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, পুরো বিষয়টিই আমাদের নলেজে আছে। আমরা প্রতিনিয়ত মালিকপক্ষকে চাপ দিয়ে যাচ্ছি। আগামী ৫ জুলাই আবারো এ বিষয়টি নিয়ে সভা আহ্বান করা হয়েছে।

সর্বশেষ খবর