শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিদিন ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : বিকালে পুলিশ কমিউনিটি হলে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সংগঠনের জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। বরিশাল : দিবসটি উপলক্ষে সকাল ৯টায় দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপিসহ জেলা আওয়ামী লীগ নেতারা। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ নেতারা। পরে সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট : দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বদর উদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। কুমিল্লা : দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা। পরে দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল কাশেম রৌশন, শাহীনুল ইসলাম শাহীন, পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন, নূর-উর রহমান মাহমুদ তানিমসহ অন্য নেতারা। গোপালগঞ্জ : দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, এসএম কামাল, মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি শেখ হাফিজুর রহমান। এর আগে সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপির নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নেতারা বিশেষ মোনাজাত করেন। এ সময় হাবিবুর রহমান সিরাজ, এসএম কামাল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, এসএম আক্কাস আলী, শেখ আব্দুল হালিম, গাজী গোলাম মোস্তফাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ২০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন রুহুল আমিন মাস্টার, ইসমাইল হোসেন, জাকির হোসেন আজাদ, মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মনিরুজ্জামান পাটোয়ারী, বেলায়েত হোসেন, মাহবুব ইমতিয়াজ, হিজবুল বাহার রানা, নজরুল ইসলাম ভুলু, রাকিব হোসেন লোটাস প্রমুখ। টাঙ্গাইল : ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। পরে একই স্থানে সমাবেশে উপস্থিত ছিলেন আলহাজ ছানোয়ার হোসেন এমপিসহ অন্য নেতারা। নাটোর : জেলা শহরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, শরিফুল ইসলাম রমজান, উমা চৌধুরী জলিসহ অন্য নেতারা। খাগড়াছড়ি  : জেলা আওয়ামী লীগের বিভক্ত দুই গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহেদুল আলম সমর্থিত নেতা-কর্মীরা নারাকেল বাগানে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন। পরে নেতা-কর্মীরা বর্ণাঢ্য এক র‌্যালি নিয়ে টাউন হলে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, দিদারুল আলম দিদার, পৌরমেয়র রফিকুল আলম, কামাল পাটোয়ারী, নুরুন্নবী, জহির উদ্দিন ফিরোজ, বোরহান উদ্দিন, মাঈনুল ইসলাম, হৃদয় মারমা, কোরবান আলী, শাহাব উদ্দিন পলাশ, জুবায়ের আশিক প্রমুখ। অপরদিকে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সকাল ১০টায়  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে বঙ্গবন্ধুর চেনা মঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে অস্থায়ী কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করেন।

সর্বশেষ খবর