রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

শোলাকিয়াকে ছাপিয়ে গোর এ শহীদ বড় মাঠ!

একসঙ্গে পাঁচ লাখ লোকের নামাজ আদায়ের প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি

শোলাকিয়াকে ছাপিয়ে গোর এ শহীদ বড় মাঠ!

গোর-এ শহীদ বড় ময়দান ঈদগাহ —বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে প্রথম বারের মতো ঈদ জামায়াত অনুষ্ঠিত সকাল সাড়ে ৮টায়। মাঠে এক সঙ্গে পাঁচ লাখ মুসল্লি জামায়াতে অংশ নিতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, কিশোরগঞ্জে শোলাকিয়াকে ছাড়িয়ে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হবে এটি। ঈদ জামায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চার স্তরের নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরাক, কুয়েত, ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের স্থাপনার আদলে সাজানো হয়েছে গোর-এ শহীদ ঈদগাহ। জানা যায়, দৃষ্টিনন্দন এ ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে মেহরাব যেখানে ইমাম দাঁড়াবেন, তার উচ্চতা ৪৭ ফুট। এ ছাড়া ৫১৬ ফুট দৈর্ঘ্যের ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। মিনারের দুই পাশে রয়েছে ৬০ ফুট করে দুটি মিনার। মাঠের দুই ধারে আছে অজুর ব্যবস্থা। পুরো মিনার সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং।

সর্বশেষ খবর