শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

সৈয়দপুর রেল কারখানায় ৮৫ কোচ মেরামত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর রেল কারখানায় ৮৫ কোচ মেরামত

সৈয়দপুরে রেল মেরামত কারখানা

ঈদ সামনে রেখে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৮৫টি কোচ মেরামত করা হয়েছে। এগুলো যুক্ত করা হয়েছে পশ্চিম রেলওয়ের ট্রেনবহরে। ঈদে ঘরমুখো অতিরিক্ত ৫০ হাজার ট্রেন যাত্রী পরিবহন করতে রেলওয়ে কারখানায় ওইসব কোচ মেরামত করা হয়। কারখানা সূত্রে জানা যায়, ৮৫ কোচের মধ্যে ব্রডগেজ রেলপথে ৪৮টি কোচ পাকশী এবং মিটারগেজ রেলপথে ৩৭টি কোচ লালমনিরহাট রেলপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর কোচ শনিবার থেকে চলাচল করছে। ২২ জুন কারখানার কর্মদিবসের শেষ দিনে ৮৫ কোচ হস্তান্তর সম্পন্ন করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) কুদরত-ই-খোদা জানান, রেলে যাত্রী পরিবহন ও সেবা বৃদ্ধি করতে অতিরিক্ত কোচ মেরামত করা হয়েছে। যা দিয়ে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন চালু ও এক্সপ্রেস ট্রেনে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর