শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

বেহাল সড়কে ঈদযাত্রায় পৌরবাসীর ভোগান্তি

নেত্রকোনা প্রতিনিধি

বেহাল সড়কে ঈদযাত্রায় পৌরবাসীর ভোগান্তি

নেত্রকোনা পৌরসভার খানা-খন্দে ভরা একটি সড়ক —বাংলাদেশ প্রতিদিন

ঈদের কেনাকাটা করতে বাজারে গিয়েই ধপাস করে পড়ে যাচ্ছেন পৌর এলাকার লোকজন। খানাখন্দে যানবাহন উল্টে, কেউ হাঁটতে গিয়ে পড়ে বাড়ি ফিরছেন নাজেহাল হয়ে। নেত্রকোনার পৌর শহরের গর্তেভরা সড়কগুলো গত কয়েকদিনের ডোবায় পরিণত হয়েছে। শহরজুড়ে চোখে পড়বে এমন অসংখ্য ছোট ছোট ডোবা।

মোক্তারপাড়া থেকে শুরু করে দত্ত মার্কেট, ছোট বাজার, তেরী বাজার, আখড়ার মোড়, রাজুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ শহরের প্রধান সড়কটি এখন একই দশা। যখন তখন উল্টে যাচ্ছে রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল। গত মে মাসে হাওরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কে কিছুটা মেরামত কাজ হয়েছিল। এখন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। শহরবাসীর ঈদ ভেস্তে গেছে বলে জানান বাড়িতে ঈদ করতে আসা অনেকে।

সর্বশেষ খবর