রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

আত্মসমর্পণকারী বনদস্যুদের র‌্যাবের ঈদ উপহার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের আত্মসমর্পণকারী সাতটি বনদস্যু বাহিনীর ৮৪ সদস্যের মধ্যে গতকাল ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে র‌্যাব। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, মংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে র‌্যাব মহারিচালকের পক্ষ থেকে উপ-সহকারী পরিচালক জামান উদ্দিন আত্মসমর্পণকারী দস্যুদের হাতে লুঙ্গি, শাড়ি, সেমাই ও চিনি তুলে দেন। তারা পরিবার-পরিজন নিয়ে যাতে ভালভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য র‌্যাবের পক্ষ থেকে এ উদ্যোগ। সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যু মাস্টার, জাহাঙ্গীর, শান্ত, সাগর, কবিরাজ, খোকা বাবু ও নোয়া বাহিনীর ৮৪ সদস্যের মধ্যে এ উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। ২০১৬ সালের ২৯ জুন ইঞ্জিনিয়ারিং ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে মাস্টার বাহিনী। এ পর্যন্ত ১২টি দস্যুবাহিনীর ১৩২ সদস্য আত্মসমর্পণ করেছে।

সর্বশেষ খবর