রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

খাগড়াছড়িতে হোটেল মোটেলে বুকিং নেই

খাগড়াছড়ি প্রতিনিধি

তিন পার্বত্য জেলায় ব্যাপক হারে পাহাড় ধস ও বহু লোকের প্রাণহানির ঘটনায় এবারের ঈদে পাহাড়ে পর্যটকদের আসার ব্যাপারে এক ধরনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। ফলে এখানকার পর্যটন মোটেল ও আবাসিক হোটেলগুলো এখনো খালি  পড়ে রয়েছে। সম্প্রতি পর্যটন শহর রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক হারে ভারী বর্ষণে পাহাড় ধস নামে। এতে প্রায় পৌনে দুশ লোকের প্রাণহানি ঘটে। একইভাবে এখানকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য্যর লীলাভূমি পাহাড়ের পর্যটন স্পটগুলো ব্যাপক হারে পাহাড় ধসের ফলে তার সৌন্দর্য্য ম্লান হয়ে পড়ে।

খাগড়াছড়ির আবাসিক হোটেল মাউন্ট ইন-এর ব্যবস্থাপক বখতিয়ার ও শৈল সুবর্ণার শিবলু জানান এবারের ঈদে তাদের কোনো বুকিং নেই। ফলে হোটেলগুলো খালি অবস্থায় রয়েছে। সব মিলে পাহাড়ে এবারে ঈদ কাটাতে বাইরের পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। পাহাড় ধসের পাশাপাশি পর্যটন শিল্পেও এবারে ধস নেমেছে।

সর্বশেষ খবর