বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

তাঁতী লীগ নেতাসহ চারজন নিহত, আহত শতাধিক

আট জেলায় হামলা সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

আট জেলায় হামলা সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই নেতা রয়েছেন। রবিবার থেকে বুধবার পর্যন্ত এ সংঘর্ষ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর— ফেনী : দলীয় প্রতিপক্ষের হামলায় জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম (৩৫) খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী সদর উপজেলার পদুয়া গ্রামের কাউয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এর জেরে স্থানীয়রা ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ করার চেষ্টা করলে পুলিশ অস্ত্রসহ দুজনকে আটক করে। নিহত রেজাউল করিম মঠবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে।  লক্ষ্মীপুর : রামগতিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়া ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মারা গেছেন। হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার দাবিতে ওই দিনই লক্ষ্মীপুর জেলা শহর ও রামগতি শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। নজরুল ইসলাম উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম মাঝির ছেলে। গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আরিফ কাজী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাশিয়ানীর নিজামকান্দি ইউনিয়নের হাজী নওশের ও মুকু মাস্টার গ্রুপের মধ্যে দুই যুগ ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন্দল চলছে। এর জেরে দুই পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। সিরাজগঞ্জ : কামারখন্দে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ব্যক্তি কামারখন্দের পাইকশা গ্রামের দানেজ সেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। বুধবার দুপুরে উপজেলার পাইকশা ও বাগবাড়ী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

নরসিংদী : এলাকার আধিপত্য বিস্তারের জেরে নরসিংদীর ডাঙ্গায় অর্ধশতাধিক বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে কয়েকটি বাড়িঘরে। এ সময় আহত হয়েছেন ২০ জন। পলাশ উপজেলা কেন্দুয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর সোনাইমুড়ীতে সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন।

সর্বশেষ খবর