বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা চার তরুণীসহ আহত ৬

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছেন কয়েক তরুণী। এর প্রতিবাদ করায় বাড়িতে ছুটিতে আসা এক বিজিবি সদস্য ও তরুণীসহ ছয়জনকে আহত করা হয়েছে। গত সোমবার ঈদের দিন বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— তানজিনা (১৮), রেহেনা (১৭), তাদের ভাই রাসেল (২২), রাসেলের স্ত্রী মীম (১৮), ভাবী লাকী (১৯) ও তানজিনার বাবা বিজিবি সদস্য জামাল (৪৮)। তাদের নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সোমবার দুপুরে পানিহাতা এলাকার বাসিন্দা বিজিবি সদস্য জামাল উদ্দিনের মেয়ে, পুত্রবধূ, ভাতিজা ও ভাতিজার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য পানিহাটা পর্যটন কেন্দ্রে বেড়াতে যায়। এ সময় পার্শ্ববর্তী কালাকুমা গ্রামের কয়েক যুবক বখাটে মেয়েদের উত্ত্যক্ত করে। একাধিকবার উত্ত্যক্তের পর সঙ্গে থাকা রাসেল প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীরা বন্ধুদের ফোন করে ঘটনাস্থলে এনে হামলা চালায়। এ ঘটনায় আহত বিজিবি সদস্যের ছোট ভাই আশরাফুল আলম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। নালিতাবাড়ী থানার ওসি একেএম ফসিহুর রহমান জানান, মামলা এফআইআর হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর