বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রতিবন্ধীকে মারধর করল বখাটেরা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতিবন্ধীকে মারধর করল বখাটেরা

হামলার শিকার রায়হান খান

ময়মনসিংহ নগরীতে আশিক রায়হান খান (৪৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে মারধর করেছে বখাটেরা। মঙ্গলবার বিকালে নগরীর মৃত্যুঞ্জয়ী স্কুল রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশিকের মা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তরা হলেন— দীপ্ত, রিপন ও গৌতম।

স্থানীয়রা জানান, আসামিরা এলাকার চিহ্নিত বখাটে। প্রায়ই নানা অপকর্মে লিপ্ত থাকে তারা। তাদের অপকর্মের প্রতিবাদ করলে উল্টো নাজেহাল হতে হয়। আর দীপ্ত ছাত্রলীগ নেতার ভাই হওয়ায় অনেকটাই বেপরোয়া।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশিক রায়হান মৃত্যুঞ্জয় স্কুলের সামনে হাঁটহাঁটি করছিলেন। এ সময় দীপ্ত তার দাদিকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে আশিকের বিরুদ্ধে। আশিক বিষয়টি অস্বীকার করলে তাকে গালাগাল করে। পরে লাঠি দিয়ে দীপ্ত, রিপন ও গৌতম এলোপাতাড়ি আঘাত করে। এতে আশিকের কোমর, পা, ঘাড়ের নিচের অংশ এবং পেটে মারাত্মক জখম হয়। একপর্যায়ে তাকে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা। আশিকের ভাই অ্যাডভোকেট আরিফ রায়হান খান বাবু জানান, আমার ভাই একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ৪০ বছরে এই এলাকার কাউকে ধাক্কা তো দূরের কথা গালমন্দও করেনি। আশিকের মা রায়হানা খাতুন বলেন, ‘সরকার যখন বৈষম্যমুক্ত সমাজ গড়তে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ তখন আমার ছেলে নির্যাতনের শিকার।’ তদন্ত কর্মকর্তা এসআই হাফিজ জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর