বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

টেকনাফে আনন্দ ভ্রমণে গিয়ে নৌকাডুবি, একজনের লাশ উদ্ধার নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নদীতে ঈদ উপলক্ষে আনন্দ ভ্রমণে বের হয়ে নাফ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন তিনজন। এদের মধ্যে একজনের লাশ গতকাল টেকনাফের ১ নম্বর স্লুইসগেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। জানা যায়, মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার নবনির্মিত জেটিঘাটে ১৭ জন শিশু-কিশোর একটি নৌকা নিয়ে নাফ নদীতে ভ্রমণে বের হন। ফিরে আসার সময় অসাবধানতাবশত নৌকাটি জেটির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। স্থানীয়দের সহয়তায় ১৪ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন তিনজন। নিখোঁজরা হলেন— টেকনাফ পৌরসভার মনু মিয়ার ছেলে আমিন (৯), মৌলভীপাড়ার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৪) ও নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৫)। যমুনায় ডুবে কিশোরের মৃত্যু : নিজস্ব প্রতিবেদক বগুড়া জানান, ঈদে বেড়াতে এসে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নাদিম (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নাদিম জয়পুরহাটের কালাই উপজেলার নূরুল হকের ছেলে। মঙ্গলবার বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে যমুনা নদীর প্রেম যমুনা ঘাটে বেড়াতে এসে ছিল সে।

সর্বশেষ খবর