শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৫০ কেভির জেনারেটর ৯ বছর ধরে বাক্সবন্দী

সখীপুরে স্বাস্থ্য কমপ্লেক্স

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ ৫০ কেভির একটি জেনারেটর ৯ বছর ধরে হাসপাতালের ভিতরে বাক্সবন্দী পড়ে আছে। লোডশেডিংয়ের সময় ভর্তি রোগী, অস্ত্রোপচার কক্ষ ও চিকিৎসকদের আবাসিক ভবনে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদফতর ২০০৮ সালে জেনারেটরটি দিয়েছিল। কিন্তু এটি বাক্সবন্দী থাকায় প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের সময় রোগী ও চিকিৎসক-কর্মচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সখীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাফেউল করিম খান বলেন, বিশাল ও ব্যয়বহুল জেনারেটরটি হাসপাতালের কোনো কাজে আসছে না। ৯ বছরে জেনারেটরটি প্রতিস্থাপনের জন্য স্বাস্থ্য বিভাগের কোনো প্রকৌশলীও আসেননি। নিয়োগ দেওয়া হয়নি কোনো চালক। সরকারের উচিৎ এটা নিয়ে ছোট একটা জেনারেটর দেওয়া। সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া মাসিক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হলেও স্বাস্থ্য অধিদফতর কর্ণপাত করছে না। হাসপাতালে আসা রোগী ও স্বজনদের ভাষ্য, অনেক সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে পানিও থাকে না। জেনারেটর থাকার পরও নেই, এটা খুবই কষ্টের। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালের ৫ জুলাই ৫০ কেভির জেনারেটরটি হাসপাতালে আসে। কোথাও স্থাপিত না হওয়ায় ৯ বছর ধরে বাক্সবন্দী রয়েছে। এছাড়া এ জেনারেটর চালানোর জনবলও নিয়োগ দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর