শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকরা ছয় দফা বাস্তবায়ন চান

নীলফামারী প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠছেন নীলফামারীর বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। অবিলম্বে অবসর ও কল্যাণ খাত থেকে অতিরিক্ত শতকরা চার টাকা হারে কর্তন করার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। নীলফামারী শহরে গতকাল সংবাদ সম্মেলন করে শিক্ষক নেতারা ছয় দফা বাস্তবায়নের আহ্বান জানান।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারী নীলফামারী শাখার আহ্বায়ক অধ্যক্ষ সারোয়ার মানিক। এ সময় অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাবু খোকারাম রায়, সুধীর রায়, উত্তম কুমার প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, ‘শিক্ষকদের মতামত না দিয়ে শিক্ষামন্ত্রণালয় অবসর ও কল্যাণ খাত থেকে অতিরিক্ত আরো শতকরা চার টাকা হারে কর্তন করার প্রজ্ঞাপন জারি করে, আমরা এটা মানি না।’  ছয় দফা দাবি হল— কর্তনের সিদ্ধান্ত বাতিল, মূল বেতনের শতকরা পাঁচ টাকা হারে ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারিদের সমপরিমাণ বৈশাখী ভাতা, সম্মানজনক হারে বাড়ি ভাড়া ও সরকারিদের সমান চিকিৎসা ভাতা প্রদান।

সর্বশেষ খবর