শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, ঠাকুরগাঁও ও নওগাঁয় সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। দিনাজপুর প্রতিনিধি জানান— প্রথা অনুযায়ী পা ধুয়ে অতিথি বরণ, র‍্যালি এবং অস্থায়ীভাবে তৈরি শহীদ সিধু-কানুর বেদিতে পুষ্পার্ঘ্যসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে পৃথকভাবে পালিত হয়েছে ১৬২তম সাঁওতাল বিদ্রোহ (সান্তাল হুল) দিবস।  শুক্রবার বেলা ১১টায় দিনটির স্মরণে র‍্যালিসহ দিনাজপুর সদরের উত্তর গোবিন্দপুরে পল্লী বিদ্যুৎ গির্জা চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে চেতনা আদিবাসী জাতি-গোষ্ঠী নামে একটি আদিবাসী সংগঠন।  এ ছাড়াও বোচাগঞ্জ, বীরগঞ্জ, পার্বতীপুর চিরিরবন্দর এবং হাকিমপুরসহ বিভিন্ন স্থানে আলাদাভাবে দিবসটি পালন করছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার ঠাকুরগাঁও জেলা আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ উদ্যোগে প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূর্য মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। নওগাঁ প্রতিনিধি জানান, সাঁওতাল বিদ্রোহের ১৬২তম বর্ষ উপলক্ষে গতকাল সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পলাশ ভূইমালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কবি আতাউর হক সিদ্দিকী, অ্যাডভোকেট মোহসীন রেজা, রফিকুল ইসলাম মন্টু, সঞ্জিব ওড়াও, মানু ভূইমালী প্রমুখ।

সর্বশেষ খবর