শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যেখানে বিশৃঙ্খলা সেখানেই স্কাউট

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈদের পর আবার যানজট, বিশৃঙ্খলা ও নানা অনিয়ম দূরীকরণে জোরালোভাবে সহযোগিতা করে যাচ্ছে ফুলপুর ওপেন স্কাউট। ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রায় অর্ধলক্ষ হতদরিদ্র ঈদের আগে ভিজিএফের চাল পাননি। তাদের চোখেমুখে ছিল হতাশার ছাপ। এ হতাশা দূর করতে সরকার চালের ব্যবস্থা করে। গত দুই দিন ধরে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। চাল কে কার আগে নেবে তা নিয়ে শুরু হয় ব্যাপক হৈচৈ, হট্টগোল। তবে যেখানেই বিশৃঙ্খলা ও দুর্ভোগ সেখানেই কাজ করে যাচ্ছে ফুলপুর ওপেন স্কাউট। গতকাল ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র আমিনুল হক ভিজিএফের চাল বিতরণ করছিলেন। চাপ সামলাতে মেয়রকে সহযোগিতায় এগিয়ে আসে ফুলপুর ওপেন স্কাউট। এ সময় ইউনিট লিডার তাসফিক হক নাফিও মেয়রের সঙ্গে ছিলেন। ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ফুলপুর ওপেন স্কাউটকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

সর্বশেষ খবর