মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পৌর কর্মচারীদের কর্মবিরতি

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দাবি

প্রতিদিন ডেস্ক

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভিন্ন পৌরসভায় কর্মবিরতি পালন করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান— ফরিদপুর পৌরসভার সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু। বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্যা, আজিজুল ইসলাম বাদল, তানজিলুর রহমান, শফিকুল ইসলাম মোল্যা, ফজলুল করিম আলাল, সৈয়দ মো. আশরাফ। কিশোরগঞ্জ : কশোরগঞ্জ পৌরসভায় এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। সিরাজুল ইসলাম মাস্তানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আবদুছ ছালাম মিয়া, হাসান জাকির বাপ্পী, প্রশাসনিক কর্মকর্তা শুভঙ্কর পাল, আনোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া কটিয়াদী, বাজিতপুরসহ অন্যান্য পৌরসভায়ও কর্মবিরতি পালিত হয়েছে। ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা পৌর চত্বরে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। সভাপতিত্ব করেন মো. বিল্লাল হোসেন। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে কর্মবিরতি পালনকালে পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জমির উদ্দিন বক্তব্য রাখেন। মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় কর্মবিরতি ও অবস্থান চলাকালে বক্তব্য রাখেন মঞ্জুর রহমান শিকদার, মো. হারুন-অর-রশীদ, আব্দুস ছালেক, মো. হাবিবুর রহমান, মনিরুল হক মিল্টন, মো. শাহ আলম  ও শিরীন আক্তার প্রমুখ। আমতলী : বরগুনার আমতলী পৌরসভায় কর্মবিরতি চলাকালে তরুণ কুমার ভক্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছায়া রানী দাশ ও সিদ্দিকুর রহমান স্বপন।

সর্বশেষ খবর