বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরের ধামুরা বন্দর সংলগ্ন খালে ইটবোঝাই ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে নদীতে পড়ে ব্রিজের উপর থাকা পথচারী ও কার্গোর শ্রমিকসহ ১৩ জন আহত হয়েছেন। ব্রিজের বিধ্বস্ত বিশাল অংশ পড়ে ইটবোঝাই ট্রলারটিও ডুবে যায়। গতকাল সন্ধ্যায় এই দুর্ঘটনার পর ট্রলার মালিক মোবারেক বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদারীপুর থেকে প্রায় ১০ হাজার ইট বোঝাই করে ট্রলারটি ধামুরা বন্দরের উদ্দেশে আসছিলো। বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের (লোহার অবকাঠামোর উপর পাকা স্লাব) পিলারে ধাক্কা দেয়। এতে পিলার ধসে ব্রিজের বিশাল অংশ ভেঙে পড়ে ট্রলারটিও ডুবে যায়। ব্রিজের উপর পথচারী ও কার্গোতে থাকা শ্রমিকরা সাঁতরে উঠলেও অন্তত ১৩ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বরিশাল ও উজিরপুর ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে তত্পরতা শুরু করে। এদিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সরকারি কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাত ১১টায় উদ্ধার অভিযান শেষে বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, তারা ট্রলারটি এবং ব্রিজের ভেঙে পড়া স্লাব তল্লাশি করেছেন। কাউকে পাওয়া যায়নি। এরপর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এলজিইডি জেলার নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন জানান, আয়রন স্ট্রাকচারের উপর পাকা স্লাবের সেতুটি ২০ বছরের পুরনো।

সর্বশেষ খবর