বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর তালা

ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের পর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই শ্রীপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক সৃষ্টি করে ধানের শীষের কর্মীদের এলাকা ছাড়া করতে এই হামলা-ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী কাজী শাখাওয়াত হোসেন রুবেল। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কাজী শাখাওয়াত অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ প্রার্থী হারুন মোল্লা শতাধিক যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালায়। একই সময় তারা কার্যালয়ের অদূরে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদকের বাড়িতে হামলা চালায়। হামলার পর তারা স্থানীয় বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী হারুন মোল্লা বলেন, ওই রাতে তিনি শ্রীপুরের আনন্দ বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় ধানের শীষের প্রার্থী কাজী শাখাওয়াত হোসেন রুবেলের কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে তার ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করার কথা বলেন তিনি। শ্রীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, গণসংযোগ করতে গিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হামলা-ভাঙচুর কিংবা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

সর্বশেষ খবর