বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইরিন সুলতানার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নেতা কাশেম ইটালী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হেসেন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক টুটুল প্রমুখ। স্মারকলিপিতে অভিযোগ করা হয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিগত তিন বছর ধরে মেঘনা উপজেলায় কর্মরত রয়েছেন। এ সময়কালে তিনি শতকরা ১৫ ভাগ উেকাচ ছাড়া কোনো প্রকল্পের বিলে স্বাক্ষর করেননি। মেঘনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। ইউএনও আফরুজা পারভিন বলেন— স্মারকলিপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর