বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিলেটে বাসচাপায় তিন অটোযাত্রী নিহত

প্রতিদিন ডেস্ক

সিলেটে বাসচাপায় তিন অটোযাত্রী প্রাণ হারিয়েছেন। ফরিদপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। চট্টগ্রামে বাস খাদে পড়ে আহত হয়েছে ৩০ পোশাক শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে পুলিশ নিহতের সংখ্যা দুই বলে জানিয়েছেন। অন্যদিকে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, তিনজন মারা গেছেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর : শহরতলির বাখুণ্ডা নামক স্থানে গতকাল হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই ভাগ্নে আবদুল্লাহ ও ফায়েজ। রফিকুলের বাড়ি নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামে। তিনি সাত মাস আগে লিবিয়া থেকে দেশে আসেন। নাটোর : বড়াইগ্রাম উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে জাকির হোসেন (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। অপরদিকে উপজেলার আহম্মেদপুরের সৈয়দমোড়ে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। এদিকে সদর উপজেলার গাজীর বিলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জখম হয়েছেন দুজন। চট্টগ্রাম : চট্টগ্রামে বাস খাদে পড়ে ৩০ পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ভর্তি করা হয়েছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর