বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভৈরবে রেললাইনের নিচের মাটি সরে ট্রেন বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে গতকাল প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয় বলে ধারণা সংশ্লিষ্টদের। এ সময় আখাউড়া থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তিতাস ঘটনাস্থলের কাছে আটকা পড়ে। রেলওয়ের ভৈরব বাজারের সহকারী প্রকৌশলীর নেতৃত্বে একটি দল ত্রুটি মেরামত করলে সকাল ৭টা ২০ মিনিটে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, গত দুই দিন প্রবল বৃষ্টিপাত হয় ভৈরবে। বৃষ্টির পানি রেললাইন বেয়ে নিচে নামার ফলে ভৈরব বাজার রেলওয়ে জংশনের অদূরে ২৯ নম্বর সেতুর কাছে (আউটার সিগন্যাল) রেললাইনের নিচ থেকে মাটি সরে যায়।

সর্বশেষ খবর