শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অর্থ আত্মসাৎ মামলায় সাবেক নির্বাহী প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

৩৯ লাখ টাকা আত্মসাৎ মামলায় কুমিল্লা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন গতকাল এ রায় দেন। হারুনুর রশিদ বরিশালের মুলাদী উপজেলার চর বিজলী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা এলজিইডির ল্যাবে নির্মাণসামগ্রী পরীক্ষার আদায় করা ফি’র ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেন হারুনুর রশিদ। এ ঘটনায় দুদক ঢাকার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ২০১৩ সালের ২২ আগস্ট কুমিল্লা কোতয়ালি থানায় মামলা করেন। দুদক ঢাকার উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর