বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বালু উত্তোলনের কূপে প্রাণ গেল ছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি

গাইন্ধার সাদুল্যাপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় সৃষ্ট কূপে পড়ে সিহাব মিয়া (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিরপুর এলাকার ওই কূপ থেকে লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সিহাব উপজেলার সাবেক তাজপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ইসলাম মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সিহাব বাড়ির পাশে হাঁস খুঁজতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রাত ৮টার দিকে গভীর কূপের বালুর নিচে চাপা পড়ে থাকা সিহাবের লাশ উদ্ধার করা হয়। বালু উত্তোলনকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল জানান, ড্রেজার দিয়ে বালু তোলার পর ওখানে গভীর কূপ নয় একটি পুকুর হয়েছে। সিহাব ওই পুকুরে ডুবে মারা গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে সিহাবের বাবা থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর