শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আখাউড়ায় দুই কিশোরী দেড় মাস ধরে নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই কিশোরী দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৩ মে দুজন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তারা দুজন বান্ধবী এবং দুজনেই এ বছর এসএসসি পাস করেছেন। এ ব্যাপারে গত রবিবার নিখোঁজ এক কিশোরীর বাবা আখাউড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। স্বজনরা জানান, কলেজে ভর্তি হওয়ার কথা বলে দুই বান্ধবী ১৩ মে রেজিস্ট্রেশন কার্ড ও রেজাল্টশিট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ৪-৫ দিন আগে এক কিশোরীর দুলাভাইয়ের মোবাইলে অপরিচিত নম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করতেই ওই কিশোরীর গলা শোনা যায়। সে বলে, আমি বিপদে আছি, আমাকে বাঁচাও। এরপর লাইনটি কেটে যায়। পরে ওই মোবাইল নম্বরে কয়েক বার কল দিলেও কেউ রিসিভ করেনি। এর আগে কিশোরীর বড় ভাই জানান, এসএসসি পাসের পর বোনকে পড়ালেখা করতে নিষেধ করা হয়েছিল। সম্ভবত এ কারণে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তাদের স্কুলের প্রধান শিক্ষক জানান, নিখোঁজ হওয়া মেয়ে দুটির আচার-আচরণ ভালো ছিল। দুজনেই এসএসসিতে ভালো ফল করেছে। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, দুই মেয়ে নিখোঁজ থাকার বিষয়ে একজনের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি অনুসন্ধান করে দেখছি।

সর্বশেষ খবর