শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে ইয়াবা দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ

এলাকাবাসীর থানা ঘেরাও

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর থানা পুলিশের বিরুদ্ধে নিরীহ যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল স্থানীয় শতাধিক ব্যক্তি থানা ঘেরাও করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আটক যুবকের মুক্তি চেয়েছেন। সদরপুর প্রেস ক্লাবে করা হয়েছে সংবাদ সম্মেলন। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবন ইসলাম (৩৪) নামের ওই যুবককে বুধবার সদরপুর থানার এসআই আজিজ, এএসআই সোহেল ফোর্স নিয়ে আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে বলে জানান। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার দাবি আটক ব্যক্তির কাছে কোনো টাকা-পয়সা চাওয়া হয়নি। স্থানীয় আমিরাবাদ গ্রামের কয়েকজন জানান, পুলিশ শ্রাবনকে আটকের পর তার মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবা পাওয়া গেছে বলে জানায়। পরে শ্রাবনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। শ্রাবন দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে যায়। থানায় পরিবার যোগাযোগ করলে তাদের কাছেও টাকা দাবি করা হয়। না দিলে মামলা দিয়ে কোর্টে চালান করা হবে বলে জানায়। এ ঘটনায় বৃহস্পতিবার ১০টার দিকে আমিরাবাদ গ্রামবাসী থানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে শ্রাবনের মামা আবুল কালাম জানান, বুধবার রাতে এলাকার কয়েকজনকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় শ্রাবন। বাবুরচর বাজারের সামনে থাকা তার মোটরসাইকেলে কিছু মাদক রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মোটা অঙ্কের টাকা দাবি করে। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা সুব্রত গোলদার জানান, ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতারের পর মাদক মামলায় হাজতে পাঠানো হয়েছে। তার কাছে টাকা দাবি করা হয়নি।

সর্বশেষ খবর