শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

মেডিকেল ছাত্রীসহ আরও ৪ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লায় মেডিকেল ছাত্রীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের খবর—

নাটোর : লালপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার হাফিজুর রহমান (২০), আল মামুন (২২) ও আল আমিন (২২)। তারা নাটোর থেকে পাবনা যাচ্ছিলেন। পুলিশ জানায়, বুধবার বিকালে নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক কদিমচিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের   বুধবার রাতে মাইক্রোবাসের চাপায় ফারজানা আক্তার (১৯) নামে এক মেডিকেল ছাত্রীর মৃত্যু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪/৫ জন। তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফারজানা নাঙ্গলকোট উপজেলার উত্তর শাকতলী গ্রামের আবুল বাশারের বড় মেয়ে। তিনি নগরীর সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।  ঝিনাইদহ: সদর উপজেলায় হাটগোপালপুর বাজারে গতকাল বিকালে ট্রাক ও নছিমন সংঘর্ষে নছিমনচালক সুমন মণ্ডল (২০) নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : সলঙ্গায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহাঙ্গীর (৩৮) নামে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে দুই বাসের সংঘর্ষে এক বাসের হেলপার মফিজুল ইসলাম (২৭) নিহত হয়েছেন।

সর্বশেষ খবর