শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ছাত্রীর আত্মহত্যা : শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা মডেল পাইলট বিদ্যালয়ের শিক্ষার্থী হিরামণি তিশার (১৫) আত্মহত্যার ঘটনায় একই বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদকে দায়ী করে তার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে ১০টা বিদ্যালয়ের সামনের সড়কে প্রায় এক হাজার শিক্ষার্থী মানববন্ধন করে। পরে বিক্ষোভ নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সহকারী প্রধান শিক্ষক ইকরাম আলী ফকির, ভাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শিক্ষার্থী সাজ্জাত হোসেন, তানজিল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, শিক্ষক আজাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে এই অপবাদ সইতে না পেরে গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে হিরামণি তিশা। এ ব্যাপারে তিশার মা আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মাহমুদার বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা করেছেন।

সর্বশেষ খবর