রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ বলছে পলাতক’

খাগড়াছড়ি প্রতিনিধি

‘খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি থলিবাড়ি এলাকায় বাবা-ছেলেকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহারে হুমকি-ধমকি দিলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো বলছে আসামি খুঁজে পাচ্ছে না। এ অবস্থায় পুরো পরিবার আতঙ্কে আছে। বসতবাড়ি ছেড়ে তারা খাগড়াছড়ি শহরে ভাড়া বাসায় অবস্থান করছে।’

খাগড়াছড়ি প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বজনরা। এ সময় আসামি গ্রেফতারে পুলিশের অবহেলার প্রতিবাদ ও দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন ঘটনাটি ন্যক্কারজনক। পুলিশের কোনো অবহেলা নেই উল্লেখ করে তিনি জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। কয়েক আসামি ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে।

উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় গত ১১ এপ্রিল রাতে চিরঞ্জিত ত্রিপুরার বসতঘরে হামলা চালায় ৬০-৬৫ সন্ত্রাসী। তারা রড, কাঠ-হকিস্টিক দিয়ে পিটিয়ে ও গুলি করে চিরঞ্জিত ও তার ছেলে কর্ণ বিকাশকে হত্যা করে। পর দিন এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর