রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ডিবি অফিসের পাশে ধর্ষণ

হোতা পুলিশের সোর্স

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে দুই তরুণীকে ডেকে এনে যে ভবনে গণধর্ষণ করা হয় সেটির অবস্থান ডিবি অফিসের পাশে। ডিবি অফিস থেকে তার দূরত্ব ১৭ গজ। মাঝখানে মাত্র একটি ভবন। আর গণধর্ষণের হোতা হিসেবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই লিটন মণ্ডল পুলিশের সোর্স হিসেবে পরিচিত। সাভার মডেল থানার পুলিশ জানায়, মিউজিক ভিডিওর মডেল ও নাটকে অভিনয় করার সুযোগ দেওয়ার কথা বলে লিটন দুই তরুণীকে সাভারে এনেছিল। এরপর গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের (ডিবি) পাশের একটি ভবনে তাদের আটকে রেখে ধর্ষণ করে। লিটনকে এই অপরাধে সহায়তা করে ভবনের দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানুর। দুই নিরাপত্তাকর্মীকে আটক করা গেলেও লিটনকে ধরা যায়নি। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এএসএম সায়েদ বলেন, ‘অভিযুক্ত লিটন আগে ডিবি পুলিশের সোর্স ছিল। সে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতে পারি। একমাস আগে তাকে মাদক মামলায় চালান দেওয়া হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে আসে।’ সাভার মডেল থানার ওসি মহাসিনুল কাদির জানান, ‘ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় লিটনকে প্রধান করে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর