সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুরে আ.লীগের সংঘর্ষ আহত ২৫ ভাঙচুর লুট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুর ইউনিয়নে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলা-পাল্টা হামলায় ২০টি বাড়ি, দোকান-পাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, গত তিনদিন আগে কৃষ্টপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরের এক কর্মীকে মারধর করে আওয়ামী লীগ নেতা তিতাস মিয়ার সমর্থকেরা। এর জেরে তিতাসের কয়েক সমর্থককে মারপিট করা হয়। এ নিয়ে বিল্লাল চেয়ারম্যান ও তিতাস মিয়ার সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।

তিতাস মিয়ার ভাই বাকি মিয়া জানান, স্থানীয় চেয়ারম্যান বৈঠক করে আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। কৃষ্টপুর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল ফকির বলেন, তিতাস ও তার সমর্থকেরা গ্রামে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে বাড়ি ভাঙচুর, মারপিট করে আসছে।

সর্বশেষ খবর