সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিয়েতে পাওয়া বিছানা নিয়ে গেলেন ওসি!

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

মামলার বাদীর লুটপাট হওয়া মালামাল উদ্ধারে গিয়ে সাক্ষীর ভাইয়ের বিয়েতে পাওয়া বিছানাপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেটের বিশ্বনাথ থানার ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে! এ ছাড়াও মালামাল উদ্ধারে যাওয়ার ব্যাপারটি তিনি মামলার বাদীকে জানাননি বলেও অভিযোগ বাদীর। উপজেলার লামাকাজী ইউনিয়নের মঙ্গলগীরি গ্রামের জুনাব আলী ও রাহেলা বেগম স্থানীয় সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন। জুনাব আলী জানান, শনিবার দুপুরে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন একদল পুলিশ নিয়ে মঙ্গলগীরি গ্রামের রাহেলা বেগমের দায়ের করা একটি লুটপাটের মামলার (নং ১৮/২৩.০৬.২০১৭ইং) পরিপ্রেক্ষিতে মালামাল উদ্ধার করতে আমাদের গ্রামে আসেন। এ সময় তিনি বাদীর মালামাল উদ্ধারের নাম করে আমার ভাইয়ের বিয়েতে পাওয়া বিছানাপত্র (জাজিম) থানায় নিয়ে যান। অথচ আমি রাহেলা বেগমের দায়ের করা ওই মামলার একজন সাক্ষী।মামলার বাদী রাহেলা বেগম অভিযোগ করেন, ‘আমার লুটপাট হওয়া মালামাল উদ্ধার করতে আসার ব্যাপারটি আমাকেই জানানো হয়নি। মামলার সাক্ষী জুনাব আলী জানিয়েছেন, শনিবার দুপুরে বিশ্বনাথ থানার পুলিশ এসে তার ভাইয়ের বিয়েতে উপহার পাওয়া বিছানাপত্র নিয়ে গেছে।’ এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, অভিযোগটি সঠিক নয়। অন্যত্র সরিয়ে রাখা বাদীর মালামাল আমরা উদ্ধার করে নিয়ে এসেছি।

সর্বশেষ খবর