মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ শহরে পাট গুদাম মোড়ে উচ্ছেদ অভিযান —বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনেরর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শামসুল আরেফিন। অভিযানটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর সন্ধ্যা পর্যন্ত। এ অভিযানে একটি বড় খাবার হোটেল ও মিষ্টির দোকানসহ উচ্ছেদ করা হয় ৪০/৫০টি দোকান। প্রায় দু’বছর আগে পৌরসভা এসব দোকান ভাড়া দেয় ব্যবসায়ীদের। এই অভিযানে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। নির্বাহী ম্যাজিস্ট্যাট শামসুল আরেফিন জানান, যানজট নিরসনের জন্যে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধ দখল মুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, পাট গুদাম ব্রিজ মোড়ের দু’পাশে ১৫০ ফিট করে ভাঙা পড়বে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা সম্প্রসারণ ও ইন্টারসেকশন করা হবে। এই অভিযান আজও চলবে। তিনি জানান, এখানে ৫ কোটি ২৩ লক্ষ টাকার কাজ করা হবে। যা ইতিমধ্যে টেন্ডারের মাধ্যমে মেসার্স তূর্ণা এন্টারপ্রাইজ নিয়েছে। আদমদীঘিতে রেলওয়ের উচ্ছেদ অভিযান : আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূমি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক।

সর্বশেষ খবর