বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নেত্রকোনা হওরাঞ্চলে ডাকাতের উপদ্রব

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চলে বেড়েছে ডাকাতের উপদ্রব। সন্ধ্য হলেই হাওরের ভেতরে যাত্রাবাহী বা বিয়ের ট্রলার-লঞ্চ দেখলেই হানা দেয় ডাকাতদল। এ কাজে দুর্বৃত্তরা ব্যবহার করে ছোট আকারের দ্রুতগতির নৌকা। হাওরাঞ্চল খালিয়াজুরীর সীমানা এবং সুনামগঞ্জের শাল্লা সীমান্তে ডাকাতের তত্পরতা বেশি বলে দাবি এলাকাবাসীর। এ বছর আগাম বন্যায় হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগঠন। এর ধারাবাহিকতায় গত শুক্রবার ম্যাস লাইন মিডিয়া সেন্টারের সাবেক তৃণমূল সংবাদকর্মীদের গবেষণামূলক একটি টিম হাওর পরিদর্শনে আসে। খালিয়াজুরীর কৃষ্টপুর থেকে ফিরতে তাদের রাত ৯টা বেজে যায়। ফেরার পথে বেড়ীকান্দা নামক গ্রামে ডাকাতদল পরিদর্শকদের ট্রলার অবরোধ করে। ট্রলারে টিমের ২৫ সদস্যসহ স্থানীয় প্রভাবশালীরা থাকায় ডাকাতরা পিছু হটে। এলাকাবাসীর ভাষ্য, হাওর এলকার এসব গ্রাম চোর-ডাকাতে ভরা। প্রতিটি গ্রাম থেকে টর্চের আলোয় বিভিন্ন ট্রলার বা নৌকার গতিবিধি লক্ষ্য করা হয়। এভাবে এক একটি গ্রাম থেকে তারা কোন একটি নৌকা বা ট্রলার টার্গেট করে। পরে হাওরের মাঝামাঝি এলাকায় বা বৃষ্টি শুরু হলে টার্গেট করা নৌকা-ট্রলারে হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ প্রশাসন জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে তাদের চুপ থেকে সহ্য করা ছাড়া উপায় থাকে না। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বলেন, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। প্রবাসীর সর্বস্ব লুট : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ইটনায় ডাকাতরা এক প্রবাসীর সর্বস্ব নিয়ে গেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ইটনার কাটাখাল এলাকায় ধনু নদীতে এ ডাকাতি হয়। জানা যায়, ইটনা সদরের খন্দকার হাটি গ্রামের ইউনুস ঠাকুরের ছেলে শিবাক নরওয়ে থেকে দেশে আসেন রবিবার। বাড়ি ফেরার পথে সন্ধ্যার পর করিমগঞ্জের চামটা ঘাট থেকে রিজার্ভ ট্রলারে ইটনা যাচ্ছিলেন। পথে ৮/১০ ডাকাত ট্রলারটিতে হানা দেয়। বাধা দিলে ডাকাতরা শিবাক ও মাঝি মিজিলকে কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ কয়েকটি লাগেজ নিয়ে যায়। আহতদের ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইটনা থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর