বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে বিভক্তি

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের কালামপুর ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র দুটি পক্ষ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। কলেজের অধিকাংশ শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক প্রতিনিধির দাবি— জামায়াতপন্থি ও একাডেমিক সার্টিফিকেটে তৃতীয় বিভাগ থাকা কাউকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া যাবে না। এদিকে, দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী দাবিদার মো. মাইনুদ্দিন। অভিযোগ আছে, কলেজের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমদ নিয়মবহির্ভূতভাবে মাইনুদ্দিনকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছিলেন। এখনও তাকেই অধ্যক্ষ বানাতে চেষ্টা করছেন। জানা যায়, ধামরাইয়ের ওই কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য জাতীয় দৈনিকে গত ১০ ও ৩০ ও মার্চ দুইবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১৩ প্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাইয়ে বাদ পড়েন চারজন। ১৮ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। এতে একজন প্রার্থী উপস্থিত না হওয়ায় আটজন অংশ নেন। নাম প্রকাশ না করার শর্তে গভর্নিং বডির কয়েক সদস্য জানান, অযোগ্য কোনো ব্যক্তিকে আমরা কলেজে অধ্যক্ষ নিয়োগ দেব না। সভাপতি আপত্তি করলে তা মানা হবে না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, জামায়াতপন্থি ও এইচএসসিতে তৃতীয় বিভাগে পাস করা ব্যক্তিতে অধ্যক্ষ নিয়োগ দিলে সভাপতি বেনজীর আহমদের সুনাম নষ্ট হবে। নিয়োগ পরীক্ষায় প্রথম স্থানের দাবিদার মাইনুদ্দিন বলেন, ‘জামায়াত নই আমি আওয়ামী লীগপন্থি। কেউ আমাকে জামায়াতের কালার দিয়ে নিয়োগ স্থগিতের চেষ্টা করছে।’

সর্বশেষ খবর