শিরোনাম
বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে রহিম উল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা

ফেনী প্রতিনিধি

এলাকায় আধিপত্য বিস্তার করতে স্থানীয়দের ওপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সম্পদ লুটের অভিযোগে গতকাল এক মানববন্ধনে ফেনীর সোনাগাজীর স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী শহরের শহীদ মিনার এলাকায় সচেতন নাগরিক ও ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যানারে মানববন্ধনে কয়েকশ এলাকাবাসীর সামনে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন অবাঞ্ছিত ঘোষণা করেন এমপিকে। এর আগেও একাধিকবার তাকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। মানববন্ধনে বক্তারা বলেন, হাজী রহিম উল্লাহ ও তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসীর ওপর, নির্যাতন, সম্পদ লুট এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। সংসদ সদস্য হওয়াতে তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন মামলা গ্রহণ না করায় কোনো প্রতিকার পায় না ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম, নবাবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, এমপির সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত মুক্তিযোদ্ধা আবদুল আলীম, বক্তার মুন্সি কলেজের ছাত্রলীগ সভাপতি লিংকন, নির্যাতিতা মোর্শেদা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

সর্বশেষ খবর