বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নাটোরে বাড়িতে বাড়িতে ফলের চারা বিতরণ

নাটোর প্রতিনিধি

দেশীয় ফুল ও ফল উৎপাদনের পরিধি বাড়াতে নাটোর শহরের ১০০ বাড়িতে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ পর্যায় শেষে মঙ্গলবার থেকে পরিচর্যার পরামর্শ প্রদান কার্যক্রম শুরু করেছে উদ্যোক্তা সংগঠন-শাখীর সদস্যরা।

শহরের কানাইখালী, পটুয়াপাড়া, হরিশপুর, চকরামপুর, বলারীপাড়া, কাপুড়িয়াপট্টি ও শুকুলপট্টি এলাকার সংশ্লিষ্ট ১০০টি বাড়িতে ফুল ও ফল গাছ পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মানুষকে রক্ষা করে বাসযোগ্য দেশ গড়তে দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা হিসাবে নাটোরে আগামী ২০২০ সালের মধ্যে সংগঠনের পক্ষ থেকে এক লাখ বৃক্ষ রোপণ করার পরিকল্পনার কথা জানান শাখী’র আহ্বায়ক এসএম জাকারিয়া বুলবুল।

সর্বশেষ খবর