শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ওসির অপসারণ দাবিতে উত্তাল মাদারীপুর

মাদারীপুর প্রতিনিধি

ওসির অপসারণ দাবিতে উত্তাল মাদারীপুর

মাদারীপুরে গতকাল ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে —বাংলাদেশ প্রতিদিন

সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের অপসারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে আফম বাহাউদ্দিন নাছিম গ্রুপের জেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সদর থানার ওসির ও ও সাবেক ছাত্রনেতা মেহেদী মোল্লার মামলা প্রত্যাহার দাবিতে শহরের ইটেরপুল থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন শেষে সমাবেশে করেন নেতা-কর্মীরা। এ সময় অতর্কিত হামলা চালায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রুপের নেতা-কর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ব্যাপারে পৌর মেয়র ও আফম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই খালিদ হোসেন ইয়াদ বলেন, পুলিশের উপস্থিতিতে আমাদের শান্তিপূণ কর্মসূচিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।’ পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, দুজন হেভিওয়েট নেতার রাজনৈতিক দ্বন্দ্ব হওয়ায় আমরা কঠোর অবস্থানে যেতে পারছি না।

সর্বশেষ খবর