শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক চার উপজেলাবাসীর ‘অভিশাপ’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক চার উপজেলাবাসীর ‘অভিশাপ’

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কের গর্তে আটকে যাওয়া কাভার্ডভ্যান

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর থেকে বাবুগঞ্জ হয়ে মুলাদী, হিজলা (এরপর নৌপথে মেহেন্দিঞ্জ) সড়কটি প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে বরিশাল নগরীর মরকখোলা থেকে লাকুটিয়া বাজার এবং বাবুগঞ্জ হয়ে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে যেতে অনেক সময় বাঁচে। এ কারণে লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কে দিন দিন বাড়ছে মানুষের চলাচল। প্রতিদিন চলে শত শত বাস-ট্রাক ও থ্রি-হুইলারসহ নানা যান। কিন্তু সড়কটির সাধুর বটতলা থেকে বাঘিয়া গরুরহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং বটতলা থেকে বাবুগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটারে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত আর খানাখন্দ। সড়কটি এখন চার উপজেলার কয়েক হাজার মানুষের ‘অভিশাপে’ পরিণত হয়েছে। এলজিইজি বরিশালের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন বলেন, মরকখোলা পোল থেকে লাকুটিয়া হয়ে বাবুগঞ্জ কলেজগেট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের ১৫ কিলোমিটার এলজিইডি মেইটেন্যান্স করে। গত অর্থবছরে ১৫ কিলোমিটারের বেশির ভাগ সংস্কার করা হয়েছে। বাকিটা চলতি অর্থবছরই ঠিক করা হবে। সড়কের বরিশাল নগরী অংশের সংস্কার জরুরি। এ বিষয়ে সিটি করপোরেশনের পদক্ষেপ নেওয়া উচিত। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান জানান, সড়কের ওই অংশ মেরামতের জন্য দুটি টেন্ডার আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্ষার কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারছে না।

সর্বশেষ খবর