শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনা ছয়জন নিহত আহত ৫০

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম, নাটোর, লালমনিরহাট, বরিশাল, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত দুপুর এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—চট্টগ্রাম : নগরীর খুলশী এলাকায় গতকাল যাত্রীবাহী রাইডার চাপায় সামশুল হক  নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি খুলশী আবাসিক এলাকার বাসিন্দা। এদিকে বুধবার রাতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মিনিবাস চাপায়  জসিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। জসিমের বাড়ি নগরীর টেক্সটাইল গেট এলাকায়। নাটোর : বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিরিনা খাতুন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত ও ১০ জন আহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল সড়কের মানিকপুর কলাবাগান এলাকায় গতকাল এ দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের বনপাড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার ভোটমারী ঘুণ্টিঘর এলাকায় গতকাল ভোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আলম মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ ১৫ যাত্রী। নিহত আলমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায়। আহতদের হাতীবান্ধা ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়ছে। বরিশাল : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় গতকাল যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক ফয়সাল হাওলাদার নিহত হয়েছেন। ফয়সাল ওই উপজেলার বড়িয়া এলাকার নাসির হাওলাদারের ছেলে। দিনাজপুর : বিরলে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত জহুরুল ইসলাম বিরল উপজেলার করলা গ্রামের আব্বাস চৌকিদারের ছেলে। পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঘোড়াপীর নামক স্থানে গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর