শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এতিমদের গম বিতরণে অনিয়ম

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪১টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের জন্য জিআর প্রকল্পের বরাদ্দ ৮২ টন গম বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতিমদের জন্য বরাদ্দকৃত গম ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার মধ্যস্থতায় রয়েছে। এ নিয়ে খোদ প্রশাসন ও ক্ষমতাসীন দলের কিছু নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। পিআইও অফিস সূত্রে জানা যায়, জিআর প্রকল্পের অনুকূলে জুন মাসে সরকার ফরিদগঞ্জ উপজেলায় ৮২ টন চাল বরাদ্দ দেয়। পরবর্তীতে খাদ্য বিভাগ চালের পরিবর্তে গম বিতরণের সিদ্ধান্ত নেয়। নির্দেশনা অনুসারে ৪১টি প্রকল্পের মাধ্যমে এতিমখান ও লিল্লাহ বোর্ডিংয়ের নামে দুই টন করে গম বরাদ্দ দেওয়া হয়। দুই টন গমের দাম ৭৪ হাজার টাকা। কিন্তু এক একটি এতিমখানা-লিল্লাহ বোর্ডিং পেয়েছে মাত্র ৫-১৬ হাজার টাকা করে। কোনোটি আবার কিছুই পায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব বলেন, ‘জিআর প্রকল্পে আমার দপ্তরে কোনো ধরনের টাকা দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিকভাবে প্রকল্পের বিপরীতে প্রতিষ্ঠানের সভাপতি/সম্পাদকের কাছে ২৭ জুন মালের ডিও এবং খাদ্য অফিসেও একটি কপি দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’ উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল গনি (অতি. দায়িত্ব) বলেন, ‘আমি ইউএনও ও পিআইওর স্বাক্ষর সম্বলিত ডিওর বিপরীতে মালামাল বিতরণ করেছি। মাল পায়নি এমন অভিযোগ কেউ করেনি। টাকা-পয়সার বিষয়টিও আমার জানা নেই। আমাকে জুন মাসেই ফরিদগঞ্জে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে।’ ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, অনিয়মের অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর