শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কাজ না করেই বন বিভাগের চার কোটি টাকা আত্মসাৎ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সদ্যসমাপ্ত অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার প্রায় চার কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসে পাঁচ দিনে ২২টি চেকের মাধ্যমে এ টাকা ব্যাংক থেকে তোলা হয় বলে পরিবেশ ও বনমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন জেলার দশানী গ্রামের আনিছুজ্জামান নামে এক ব্যক্তি। অভিযোগে বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলামের দুর্নীতি এবং তারিখসহ ২২টি চেকের নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ২৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। তার স্বাক্ষরে ১ জুন একটি, ১৪ জুন চারটি, ২০ জুন ১০টি, ২৮ জুন চারটি ও ২৯ জুন তিনটি চেকের মাধ্যমে ঠিকাদারদের চার কোটি ১৯ লাখ ছয় হাজার ২৭৫ টাকা প্রদান করেছেন। অনিয়মের মধ্যে খোদ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জেলা পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পার্ক, কাউখালী ইকোপার্ক, শংকরপাশা বকুল ইকোপার্ক ও পাঁচটি উপকূলীয় জেলায় পুকুর খনন প্রকল্পও রয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ না করেই ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে। এমনকি এখনো অনেক প্রকল্পের কাজ শুরুই হয়নি বলে অভিযোগ আছে। বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম তার বিরুদ্ধে করা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামাজিক বন বিভাগে মাত্র এক মাস হয় যোগদান করেছি। অফিসের সব অনিয়ম-দুর্নীতি বন্ধে সচেষ্ট হলেও একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে অপ্রচার চালাচ্ছে।’ বিভিন্ন প্রকল্পের কাজ না হলেও তিনি কিভাবে বিল প্রদান করেছেন এমন প্রশ্ন করলে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এই কর্মকর্তা।

সর্বশেষ খবর