শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা
২২ ইউপিতে নির্বাচন

আওয়ামী লীগ ১৭ বিদ্রোহী ৪, বিএনপির ১ প্রার্থী জয়ী

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলার ২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১৭, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ এবং একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল এসব ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের খবর—

টাঙ্গাইল : বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন— সদর উপজেলার কাতুলীতে ইকবাল হোসেন, মধুপুর উপজেলার কুড়ালিয়ায় আহাম্মদ আলী, মহিষমারায় কাজী আব্দুল মোতালেব, আউশনারায় গোলাম মোস্তফা, বেরীবাইদে জুলহাস উদ্দিন, অরণখোলায় আব্দুর রহিম, কুড়াগাছায় ফজলুল হক সরকার, ফুলবাগচালায় রেজাউল করিম বেনু। শোলাকুড়ীতে আক্তার হোসেন ও ছিলিমপুরে সাদেক আলী (আ.লীগ বিদ্রোহী) জয়লাভ করেছেন। মাহমুদনগরে বিএনপির আব্দুল করিম তালুকদার জয়ী হয়েছেন।

বরিশাল : মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা হলেন— লতা ইউনিয়নে মিজানুর রহমান চরএককরিয়ায় আব্দুল মকিম তালুকদার, গোবিন্দপুরে মহিউদ্দিন তালুকদার, আলিমাবাদে শেখ শহিদুল ইসলাম, শ্রীপুরে হারুন অর-রশিদ মোল্লা। আন্ধারমানিকে কাজী শহীদুল ইসলাম ও জয়নগরে মনির হোসেন হাওলাদার (আওয়ামী লীগ বিদ্রোহী) জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ : নিকলী সদর ইউনিয়ন ও ভৈরবের সাদেকপুর ইউনিয়নে যথাক্রমে (উপ-নির্বাচন) শাহরিয়ার আহমেদ তুলিপ এবং সাফায়েতউল্লাহ নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের প্রার্থী। নাটোর : সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলতাব হোসেন আকন্দ নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা : সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্থগিত ৪ কেন্দে  আওয়ামী লীগ প্রার্থী ডা. মহিউর রহমান ময়ূর নির্বাচিত হন।

সর্বশেষ খবর