শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গ্রাম্য কোন্দলের জেরে মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মহিষাপাড়ার মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের (৬৬) বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। গ্রাম্য কোন্দলের কারণে প্রতিপক্ষ তাকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধারা বিস্ময় প্রকাশ করে বলেন, গ্রাম্য কোন্দলের কারণে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে প্রতিপক্ষের এ কেমন শত্রম্নতা! এতে এলাকাবাসীর মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি লোহাগড়া উপজেলার পাঁচজন মুক্তিযোদ্ধার স্বাক্ষর জাল করে আতিয়ার রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর অভিযোগ করেন প্রতিপক্ষরা। পরে তা যাচাই-বাছাই কমিটির কাছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  আতিয়ার রহমান জানান, মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে চাকরি ফেলে এলাকায় চলে আসেন। ২৫ মার্চ থেকেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর