শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুরে স্পিনিং মিল বন্ধ ঘোষণা সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

ঋণের দায়ে মাদারীপুর টেক্সটাইল ও স্পিনিং মিল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।  মহাসড়কের মুস্তফাপুরে এই কর্মসূচি পালন করা হয়। মিলের শ্রমিকরা জানান, আড়াই মাসের বেতন বকেয়া রেখে মিল সিলগালা করতে গেলে শ্রমিকরা পুলিশকে বাধা দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করলে পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে। সদর থানা পুলিশ সূত্র জানা যায়, ১৫ কোটি টাকা ঋণের দায়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ও জেলা প্রশাসন ওই মিলে তালা লাগিয়ে দেয়। প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে শ্রমিক, কর্মকর্তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহত হয়েছেন ২০ জন। মাদারীপুর স্পিনিং মিলে তিন শিফটে প্রায় ২ হাজার  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কাজ করেন। মাদারীপুর অতিরিক্তি পুলিশ সুপার সুমন দেব বলেন, ঋণের দায়ে মিল বন্ধের নির্দেশ দিলে শ্রমিকরা বিক্ষোভ এবং সড়ক আবরোধ করে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

সর্বশেষ খবর