শিরোনাম
রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

বগুড়া, নোয়াখালী ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। শরীয়তপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ২০ যাত্রী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : শেরপুর উপজেলায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। নোয়াখালী : কবিরহাট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় কালু মেস্ত্রী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কালু মেস্ত্রী সোন্দলপুর ইউনিয়নের উত্তর সোন্দলপুর গ্রামের নছর উদ্দিনের ছেলে। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত শাহিন আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। শাহিন উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের আব্দুল করিমের ছেলে। একই রাত ১০টায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। শরীয়তপুর : নড়িয়া-কার্তিকপুর সড়কে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। আহতরা নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ খবর