রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাতক্ষীরা বিএনপিতে প্রাণচাঞ্চল্য

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা বিএনপিতে প্রাণচাঞ্চল্য

সাতক্ষীরা বিএনপিতে তত্পরতা শুরু হয়েছে। দলীয় নেতারা কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার নেতা-কর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপি অথবা ২০ দলীয় জোট থেকে সাতক্ষীরার চারটি আসনেই মনোনয়ন পেতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে দোড়ঝাঁপ করেছেন অনেকে। হামলা-মামলার ভয়ে যেসব নেতা ২০১৩ সাল থেকে আত্মগোপনে বা নিজেদের গুটিয়ে রেখেছিলেন তারাও মাঠে নেমেছেন। গণসংযোগ করছেন এলাকায়। সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনে বিএনপির হয়ে মাঠে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া ২০ দলীয় জোটের প্রার্থী হতে পারেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা (সদর)-২ থেকে মনোনয়ন পেতে কাজ করছেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম, আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি নুরুল হুদাও হতে পারেন এ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী। সাতক্ষীরা-৩ থেকে বিএনপির হয়ে কাজ করছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম ও জেলা সভাপতি রহমত উল্লাহ পলাশ। জামায়াত নেতা গোলাম রসুলও আছেন আলোচনায়। সাতক্ষীরা-৪ এ বিএনপির হয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজি আলাউদ্দিন। এছাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওহেদ মাস্টার ও জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইফতেখার আলীও দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। তাছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলাম আছেন ২০ দলের প্রার্থী হওয়ার দৌড়ে।

সর্বশেষ খবর